User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
"এ এক অন্যরকম অভিজ্ঞতা"
একুশে বইমেলা ২০১৩ থেকে একদিন শাকুর মজিদ এর "অষ্টভ্রমণ" বইটা কিনে আনি।বাসায় ফিরে বইয়ের ফ্লেপ উল্টে-পাল্টে দেখছিলাম।লেখকের অন্য বইয়ের তালিকায় দেখতে পেলাম তাঁর আত্মজৈবনিক একটি বই এর নাম "ক্লাস সেভেন ১৯৭৮"।নামটা আমার খুব পছন্দ হয়,তাছাড়া নামটা আমার কাছে কেমন যেন অদ্ভুত ঠেকে।আমি ভেবেছিলাম লেখক হয়তো ১৯৭৮ সালে সপ্তম শ্রেণীতে পড়ত,তিনি হয়তো সপ্তম শ্রেণী থেকে তার বর্তমান অবস্থান পর্যন্ত জীবনী লিখেছেন।সেই সাথে এটাও ভেবেছিলাম,তিনি হয়তো তার ছেলেবেলার কথা ভুলে গেছেন।তাই যেখান থেকে তার স্মৃতি কাজ করেছে সেখান থে...See More
ধূসর-স্বপ্নের সাসান্দ্রা (এইচএসবিসি-কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১০)
কাজী রাফি
‘ধূসর স্বপ্নের সাসান্দ্রা’- কাব্যগন্ধী ভাষার স্বপ্নবুনন। ডঃ বেলাল হোসেন
‘ধূসর স্বপ্নের সাসান্দ্রা’- কাব্যগন্ধী ভাষার স্বপ্নবুনন ডঃ বেলাল হোসেন ‘ধূসর স্বপ্নের সাসান্দ্রা’ উপন্যাসের প্রথম বাক্য- ‘অথৈকে কেউ-ই বিমানবন্দরে আজ বিদায় জানাতে আসেনি।’ প্রথম বাক্যের পরই লেখক দুই স্পেচ গ্যাপ দিয়েছেন। উপন্যাসের শুরুতেই এই বিরতি দিয়ে তিনি যেন পাঠকের অন্তর্লোকে একটা গোপন সংকেত পাঠান। আর তা হলো, বাক্যের বিন্যাস আর গল্প বলার দূরন্ত গতিতে, এমনকি তার তৈরী চরিত্রের চরমতম মানবিক বিপর্যয়েও তিনি তার উপন্যাসের বিনির্মাণ কাঠামোতে দৃশ্যকল্প নিয়ে খেলা করবেন। ...See More
লেখক যেন হারিয়ে না যায়
রঞ্জিত জননী'র সমস্যা নিয়ে পড়ে বলব। কোন কিছুই সমস্যা ছাড়া হয়না রঞ্জীত জননীও তার বাইরে না। তবে আগে লেখকের প্রাপ্য প্রশংসা। মুক্তিযুদ্ধ নিয়ে লেখা সহজ ব্যাপার না। সার্জিল খানের প্রথম লেখা এটা। প্রথম লেখাটারই ভিত্তি মুক্তিযুদ্ধ যা সে নিজেই দেখেনি। সব কোন সন্দেহ নাই তার চেষ্টাটা ভাল। কারন পড়ে কখনই মনে হয়নায় এটা শোনা কোন গল্প। পড়ে মনে হল লেখক হয়ত মুক্তিযুদ্ধকে উপলব্ধি করতে পেরেছেন কিছু জায়গায়। সমস্যা কিছু আছে অবশ্য। কিছু কিছু চরিত্রের পরিণতি বোঝা যায়নি যা ভাল লাগেনি । লেখকের লেখার দক্ষতা আ...See More
নীল সাধুর কবিতা: প্রকৃতি, প্রেম এবং প্রেয়সী মিলেমিশে একাকার-
বহু প্রসবিনী “প্রথম আলো ব্লগ”-এর পাঁচজন জনপ্রিয় কবির “একঝাঁক জোনাক” কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে। নীল সাধু, মেহেরাজ শারমীন [ব্লগার পাহাড়ী], আশরাফুল কবীর, অনিন্দ্য অন্তর অপু ও অসীম আহমেদের [ব্লগার স্বপ্নের ফেরিওয়ালা]। মোট ৫০টি কবিতা নিয়ে এ গ্রন্থটি কবি নীল সাধুর তৃতীয় এবং অন্যান্যদের প্রথম কাব্যগ্রন্থ । পাঁচজন কবির কবিতার বৈশিষ্ট্য স্বতন্ত্র। আধুনিকত্যবাদী কাব্যধারার একটি বৈশিষ্ট্য হলো দু:খবিলাস এবং নৈরাশ্য চর্চা। আজ চারিদিকে সবাই দুঃখ, বিলাপ সম্মন্ধে কেবল সচেতন নন, এ বিলাপ তাঁদের চেতনাকে এত ব...See More
খারাপ নয়।
রকমারির সৌজন্যে বাবু-১ হাতে পেলাম। একটু খুঁতখুঁতে ছিল মন। দেশীয় কমিকস বা কার্টুনের একটা ঘাটতি থাকলেও সেই পরিমান সরবরাহ নেই অনেকদিন ধরেই। যৎসামান্য যা আছে সেগুলোর আবার খুব একটা বিজ্ঞাপিত নয়। বর্তমানে ঢাকা কমিকস কিছুটা খাঁকতি নিয়ে হলেও সেই প্রত্যাশা পুরনের পথে এগিয়েছে। বাবু, বেসিক আলি সিরিজের কথা বেশ কয়েকজনের মুখে শুনেছি। আজ একেবারে হাতেনাতে পরখ করা গেল। পাঞ্জেরী পাবলিকেশন্স লিঃ দ্বারা প্রকাশিত, শাহরিয়ারের সৃষ্টি ‘বাবু’ চরিত্র। আটচল্লিশ পৃষ্ঠার, চার রঙা কমিকস বাবু। রকমারি মার্চ মাসের ডিস...See More
রঞ্জিত জননী
মুক্তিযুদ্ধভিত্তিক এ উপন্যাসটি লেখকের প্রথম একক উপন্যাস।মুক্তিযুদ্ধ নিয়ে বাঙালির আবেগের ব্যাপ্তিকে তিনি ছোট পরিসরে সুন্দরভাবে সাজিয়েছেন এই উপন্যাসে।পাকবাহিনীর নিষ্ঠুরতা অনেকখানি ই বর্জিত এ উপন্যাসে কিন্তু যুদ্ধের সময় মানুষের কষ্ট ও দুর্দশা বেশ ভালভাবেই ফুটিয়ে তোলা হয়েছে।ছিমছাম,গোছানো এই উপন্যাসটি পড়লে জানা যাবে যুদ্ধের বেশ কিছু অজানা কাহিনী,কিছু অব্যাক্ত আর্তনাদ,আর কিছু রক্তমাখা অপূর্ণ স্বপ্নের কথা। শুভকামনা লেখককে এই বইয়ের জন্য।
পাহাড় আর নদীর বাঁকে তানবীরা তালুকদার
রেহানা সুলতানার ব্যস্ততা দিয়েই নারী দিবসের গল্পের শুরু। ‘নারীকেন্দ্র’ নামে একটি সংগঠনের দায়িত্বে আছেন তিনি। ৮ মার্চ বিশ্বের সব নারীবাদি সংগঠনের মত তারাও আলোচনা সভার আয়োজন করেছেন। যেখানে রেহানা সুলতানা মূল বক্তা। এরপর রেহানা সুলতানার নানান ব্যস্ততার কথা উঠে আসবে গল্পে। এক পর্যায়ে তার ঘরের ভেতরও আমরা ঢুকে যাবো। যেখানে দেখবো তিনি শাশুড়ির সঙ্গে কেমন আচরণ করেন। এছাড়াও নিজের মেয়ের সঙ্গে অদৃশ্য দেয়ালের কথাও জানা যাবে। একজন নারীর অন্য নারীর প্রতি নানান মনোভাবের প্রকাশও ঘটবে গল্পে। তবে গল্প...See More
অসাধারণ একটি অনুবাদ
ইতিহাস, স্মৃতিকথা, মনস্তত্ত্ব, সাহিত্য, চলচ্চিত্র, সঙ্গীত আর নন্দনতত্ত্ব এই সাতটি বিবিধ আর আকর্ষনীয় বিষয় নিয়ে বিখ্যাত লেখকদের অনুবাদ গ্রন্থ ভাবনা ভাষান্তর। শাহাদুজ্জামানের শক্তিশালী কলমে প্রবন্ধগুলো যেন স্বকীয় মহিমায় অম্লান। হাওয়ার্ড জিন, কাজান জাকিস, কার্ল গুস্তাভ ইয়ুং, চিনুয়া আচেবে, আর্নষ্ট লিন্ডগ্রেম আর আর্নষ্ট ফিশার এর মত লেখকদের সাতটি প্রবন্ধ অনুবাদ করেছেন লেখক। তঁারা সবাই তাদের অবস্থানে অদ্বিতীয়। কিন্তু অনুবাদক যেভাবে সাবলীল ভাবে গুরুগম্ভীর ও কঠিন বিষয়ের প্রবন্ধগুলো অনুবাদ করেছেন...See More
সাবলীল সুন্দর সৃষ্টিকর্ম
সত্যি কথা বলতে এই উপন্যাসটি একটানে পড়ে যাওয়ার মতো একটি উপন্যাস। তবে কাহিনীগুলো খুব দ্রুত এগিয়ে গিয়েছে। তবে এই দ্রুত ঘটনার মধ্যে দিয়েই কিছু কিছু লাইন খুবই ভাবিয়ে তুলেছে একদম ভেতর থেকে। ভাষার দখল সত্যিই অসাধারণ। আনিসুল হকের লেখাও এতটা গোছালো না। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস লেখাটা সত্যি কঠিন একটা কাজ। কাজটা আরো বেশি কঠিন হয়ে যায় যদি কোন স্বাধীনতা পরবর্তী প্রজন্মের নতুন লেখক এটি লিখেন। তবে লেখক সার্জিল খান যে সত্যিই একটা অসাধ্য সাধন করেছেন সেটা বাজি ধরে বলা যায়। সাহিত্যে লেগে থাকলে তিনি অবশ্যই দেশসের...See More
এক কথায় অদ্ভুত একটা উপন্যাস
চমৎকার একটা উপন্যাস। একটানে পড়ে যাওয়ার মতো। হুমায়ূন আহমেদ ছাড়া আর কোন লেখকের গল্প আমি একটানে পড়তে পারি না। নতুন লেখকদের মাঝে তো আরো না। কিন্তু এই উপন্যাসটি পড়তে গিয়ে বারবার উঠতে চাইলেও উঠতে পারিনি। শব্দচয়ন ও লেখার সাবলীলতা প্রশংসাযোগ্য। প্রত্যেকটা টার্নিং গোছালো, রচনাশৈলী অদ্ভুত। আর ভাষার দখল তো বলতেই হয় খুবই উঁচুমানের। নিঃসন্দেহে বলতে পারি বাংলা সাহিত্যকে দেওয়ার অনেক কিছুই আছে এই লেখকের মাঝে। রীতিমত অসম্ভব রকমের একটি সুন্দর উপন্যাস।